/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

এক মিনিটের কাণ্ড?



কত কিছুই না ঘটছে ইন্টারনেটে! সম্প্রতি ইন্টেলের এক গবেষণায় প্রতি মিনিটে ঘটে এমন বহু ঘটনার তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, কম্পিউটার ও মোবাইল ফোনের মতো ইন্টারনেট ব্যবহারের ডিভাইসের সংখ্যা ২০১৫ সাল নাগাদ সারা দুনিয়ার জনসংখ্যার দ্বিগুণে পরিণত হবে।
মিনিটে ২০৪ মিলিয়ন ই-মেইল বার্তা পাঠানো হচ্ছে। ফেসবুক পেজ দেখা হয় ৬০ লাখ আর ইউটিউবে ১৩ লাখ ভিডিও ক্লিপ ডাউনলোড করা হয়। ৪৭ হাজার অ্যাপ্লিকেশান ডাউনলোড তো হয়-ই আর প্রতি মিনিটে ২০ জন ইন্টারনেট ইউজার তার আইডেন্টিটি বা পাসওয়ার্ড হারান।
অনলাইন ভিত্তিক কেনা বেচার ওয়েবসাইট অ্যামাজন ডটকম এক মিনিটে ৮৩ হাজার ডলার মূল্যের পণ্য বিক্রি করে থাকে।
সারা দুনিয়ায় মিনিটে ইন্টারনেটে ছবিই দেখা হয় ২০ মিলিয়ন। গান শোনা, ভিডিও দেখা, ছবি ডাউনলোড ও অনলাইনে গেমস খেলা টুইটার ফেসবুক স্ট্যাটাস দেয়া এসবের মধ্য দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ ইন্টারনেটকে বেছে নিয়েছে।






No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ