/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

চীনে দ্রতগতির নতুন সুপার কম্পিউটার



পৃথিবীর দ্রতগতির নতুন এক সুপার কম্পিউটার তৈরি করেছে চীন। আগের যে সুপার কম্পিউটার ছিল সেটি এখনও আছে চীনের সংগ্রহে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি) 'দ্য তিয়ানহে ২' নামের এ কম্পিউটারটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে চীন।
সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই গুয়ানজু শহরে অবস্থিত চাইনিজ ন্যাশনাল সুপার কম্পিউটার সেন্টারে এর ব্যবহার শুরু হবে। বিমান ও জাতীয় নিরাপত্তা গবেষণায় ব্যবহার করা হবে কম্পিউটারটি।
এটি প্রতি সেকেন্ডে ৩০.৭ পেটাফ্লপ গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম। এত দিন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার ছিল যুক্তরাষ্ট্রের 'টাইটান'। এটি প্রতি সেকেন্ডে ১৭.৫৯ পেটাফ্লপ গতিতে হিসাব করতে পারে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ