/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

তিন মাসে দুই কোটি গ্যালাক্সি এস ফোর বিক্রি


স্যামসাংয়ের গ্যালাক্সি এস ফোর ২৬ এপ্রিল বাজারে আসার পর এখন পর্যন্ত বিক্রি হয়েছে মোট দুই কোটি ইউনিট ।
বাজারবিশ্লেষকেরা জানিয়েছেন, গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনের বিক্রির গতি কমে গেছে। বাজারে আনার পর প্রথম মাসে এ স্মার্টফোন এক কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে সিনেট।
স্যামসাং কর্তৃপক্ষ দাবি করেছে, গ্যালাক্সি এস ফোরের আগের সংস্করণ গ্যালাক্সি এস থ্রির চেয়ে ১ দশমিক ৭ গুণ গতিতে বিক্রি হচ্ছে এস ফোর।
বাজারবিশ্লেষকেরা জানান, এস ফোরের তুলনায় আইফোন বিক্রি হয়েছে বেশি। ২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আসার পর এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি ইউনিট আইফোন বিক্রি হয়েছে, যার মধ্যে আইফোন-৫ বিক্রি হয়েছে বেশি।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে গ্যালাক্সি এস সিরিজে মোট ১০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির তথ্য জানিয়েছিল স্যামসাং।
সে সময় স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছিল, তিন বছর আগে গ্যালাক্সি এস সিরিজ প্রথম বাজারে আনে তারা। তিন বছরের মধ্যে ১০ কোটি এস সিরিজের স্মার্টফোন বিক্রির মাইলফলক স্পর্শ করেছে তারা। ১০ কোটি স্মার্টফোনের মধ্যে আড়াই কোটি গ্যালাক্সি এস, চার কোটি গ্যালাক্সি এস টু ও চার কোটি ১০ লাখ গ্যালাক্সি এস থ্রি বিক্রি হয়েছে।
১০ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক স্পর্শ করতে অ্যাপলের আইফোনের চেয়েও কম সময় লেগেছে গ্যালাক্সি এস সিরিজের। ১০ কোটি আইফোন বিক্রি করতে সময় লেগেছিল চার বছর।
প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন এস ফোর বিক্রির হিসাব যুক্ত হওয়ায় মোট গ্যালাক্সি ফোন বিক্রি ১২ কোটি ইউনিটে পৌঁছেছে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ