নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য বাজারে এনে চমকে দেওয়ার ক্ষেত্রে অ্যাপলের খ্যাতি রয়েছে। অ্যাপলের পরবর্তী বড় ধরনের চমকের আগে কিছুটা সময় নিচ্ছে প্রতিষ্ঠানটি। এরপর কিছুটা অন্যদিকে মোড় নিতে পারে অ্যাপল। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি-গুরু স্টিভ ওজনিয়াক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
মেক্সিকোতে অনুষ্ঠিত এক ফোরামে স্টিভ ওজনিয়াক বলেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার দুই বছর পর অ্যাপলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।
অ্যাপল প্রসঙ্গে ওজনিয়াক বলেন, অ্যাপল এখন স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের সংস্কৃতি চালু রাখতে পেরেছে। অ্যাপলের নেতা স্টিভ চলে গেলেও এখনো প্রতিষ্ঠানটির সংগ্রহে অসাধারণ পেটেন্ট রয়েছে। বর্তমানে নতুন মোড় নেওয়ার আগে কিছুটা সময় নিচ্ছে অ্যাপল।
নতুন পণ্য উদ্ভাবন সম্পর্কে ওজনিয়াক বলেন, ইলেকট্রনিক ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রতিবছর বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না।
প্রসঙ্গত, ২০১২ সালে আইপ্যাড মিনি ও আইফোন ৫ বাজারে এনেছিল অ্যাপল। চলতি বছর আইফোনের নতুন সংস্করণের সঙ্গে স্মার্ট হাতঘড়িও বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি
No comments:
Post a Comment