ফেসবুকের সিটি ভিল, ফার্ম ভিলের মতো জনপ্রিয় গেমস তৈরি করলেও বেশ কিছুদিন ধরে আর্থিক টানাপোড়েনের সময় পার করছে বিশ্বখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান জিংগা। কঠিন এ অবস্থা থেকে মুক্তি পেতে সম্প্রতি নতুন সিইও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। পদটির জন্য পাঁচ কোটি ডলারের বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেছেন মাইক্রোসফটের ডন ম্যাট্রিক। এ ছাড়া বছরে ১০ লাখ ডলার বেতনও পাবেন তিনি।
গত সপ্তাহে জিংগার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, প্রতিষ্ঠানটির সিইও এবং সহপ্রতিষ্ঠাতা মার্ক পিনকাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডন ম্যাট্রিক। তবে নতুন সিইও নিয়োগ দিতে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার বিষয়টি গোপনই রেখেছিল প্রতিষ্ঠানটি। ঘোষণার এক সপ্তাহের মধ্যে নতুন সিইও হিসেবে দায়িত্ব নিলেন ডন ম্যাট্রিক। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।
জিংগার সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মাইক্রোসফটের গেমিং ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন ডন ম্যাট্রিক। মাইক্রোসফট ছেড়ে না যাওয়ার জন্য তাঁকে বড় অঙ্কের অর্থ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাইক্রোসফটের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে ঠিকই জিংগায় যোগ দিলেন ডন ম্যাট্রিক।
No comments:
Post a Comment