স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য দ্রুতগতির
চিপ তৈরির প্রক্রিয়াকে আরও গতিশীল করবে ইনটেল। সম্প্রতি বার্তা সংস্থা
রয়টার্সকে এক সাক্ষাত্কারে ইনটেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেরসানিস এ
তথ্য জানিয়েছেন।
ক্রেরসানিস জানিয়েছেন, ডেস্কটপ, ল্যাপটপের থেকে আগ্রহ হারাচ্ছেন ব্যবহারকারীরা। মানুষের আগ্রহ এখন পরিধেয় প্রযুক্তি-পণ্যের দিকে। আর ভবিষ্যতের এ ধরনের পণ্যের কথা ভেবে দ্রুতগতির চিপ তৈরিতে কাজ করবে ইনটেল।
চলতি বছরের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রেরসানিস। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ক্রেরসানিস জানিয়েছেন, দ্রুতগতির মোবাইল চিপ তৈরি এবং ইনটেলকে নতুন যুগে নিয়ে যেতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর ভবিষ্যতের কথা ভেবে ইনটেলের পরিকল্পনাকেও ঢেলে সাজানো হয়েছে। যাতে আগামী কয়েক বছরের জন্য পরিধেয় প্রযুক্তিপণ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে বাজার গবেষকেরা জানিয়েছেন, ইনটেল বর্তমানে মোবাইল প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করে যাওয়ার পর এবার গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্রেরসানিস জানিয়েছেন, ডেস্কটপ, ল্যাপটপের থেকে আগ্রহ হারাচ্ছেন ব্যবহারকারীরা। মানুষের আগ্রহ এখন পরিধেয় প্রযুক্তি-পণ্যের দিকে। আর ভবিষ্যতের এ ধরনের পণ্যের কথা ভেবে দ্রুতগতির চিপ তৈরিতে কাজ করবে ইনটেল।
চলতি বছরের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্রেরসানিস। তিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ক্রেরসানিস জানিয়েছেন, দ্রুতগতির মোবাইল চিপ তৈরি এবং ইনটেলকে নতুন যুগে নিয়ে যেতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর ভবিষ্যতের কথা ভেবে ইনটেলের পরিকল্পনাকেও ঢেলে সাজানো হয়েছে। যাতে আগামী কয়েক বছরের জন্য পরিধেয় প্রযুক্তিপণ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে বাজার গবেষকেরা জানিয়েছেন, ইনটেল বর্তমানে মোবাইল প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। মাইক্রোসফটের সঙ্গে দীর্ঘদিন সফলতার সঙ্গে কাজ করে যাওয়ার পর এবার গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।
No comments:
Post a Comment