টেলিযোগাযোগপ্রযুক্তি ব্যবসায় অনেক আগেই হাত মিলিয়েছে নকিয়া ও সিমেন্স। নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস নাম দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যও অর্জন করেছে। এবারে নকিয়া সিমেন্স নেটওয়ার্ক ব্যবস্থার সম্পূর্ণটাই কিনে নিতে সম্মত হয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ১ জুলাই নকিয়া ও সিমেন্সের যৌথ এ ব্যবসা নিজের অধীনে নিতে সম্মতির কথা জানিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের কাছে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে হিমশিম খেতে হচ্ছে নকিয়াকে। স্মার্টফোনের বাজারে লোকসানের মুখে থাকলেও নকিয়া সিমেন্সের নেটওয়ার্ক ব্যবসা থেকে বছরের কয়েক প্রান্তিক ধরেই লাভ করছে নকিয়া। চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ নকিয়া সিমেন্স নেটওয়ার্ক ব্যবসার পুরোটাই নকিয়ার অধীনে নিয়ে আসার পরিকল্পনা করেছেন নকিয়ার কর্মকর্তারা। এ জন্য ১৭০ কোটি ইউরো খরচ হবে নকিয়ার।
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস বিশ্বের টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের দুই প্রধান প্রতিষ্ঠান নকিয়া ও সিমেন্সের ৫০:৫০ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত আলাদা একটি প্রতিষ্ঠান।
No comments:
Post a Comment