সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বিব্রতকর পেজ ও বিজ্ঞাপন বন্ধ করার উদ্যোগ নিয়েছে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান। অতিসম্প্রতি ফেসবুকে বিব্রতকর পেজ ও বিজ্ঞাপনের হার বেড়েছে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিব্রতকর একটি লিংক বিভিন্ন পেজ ও ব্যক্তির অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এতে ক্লিক করলে কিংবা অন্য কোনোভাবে তাতে লিংক যুক্ত হলে সেটি ওই ব্যক্তির সব বন্ধুর পেজে চলে যায়, যা চরম বিব্রতকর।
এ ছাড়া ইদানীং বিভিন্ন পেজে আপত্তিকর বিজ্ঞাপনও দেখা যাচ্ছে, যা ফেসবুক ব্যবহারকারীদের বিব্রত করছে। এ বিষয়ে অনেক দিন ধরেই নানা অভিযোগ করে যাচ্ছিলেন ব্যবহারকারীরা। এবার এতে মনোযোগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের বিব্রত হতে হয়—এমন বিজ্ঞাপন কিংবা আপত্তিকর পেজ না রাখার পক্ষে জোর উদ্যোগ নিয়েছেন মার্ক জাকারবার্গ। এতে যদিও প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মধ্যে পড়বে, তবে এ ব্যাপারে নিজের কঠোর অবস্থান জানিয়েছেন জাকারবার্গ। তিনি বলেন, ‘ফেসবুক ব্যবহার করতে গিয়ে ব্যবহারকারীরা বিব্রত হন—এমন বিজ্ঞাপন আমরা চাই না। ইতিমধ্যে এ ধরনের বিজ্ঞাপন সরবরাহ করে—এমন কয়েকটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধও করা হয়েছে।’
ফেসবুকের এমন উদ্যোগে বিজ্ঞাপনদাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা এখন থেকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবে। ফেসবুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবহারকারী ও সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ব্যবহারকারীদের দিক বিবেচনায় এনে দারুণ কাজ করেছে ফেসবুক।
No comments:
Post a Comment