/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আলট্রাবুকে রাজত্ব ম্যাকবুক এয়ারের



হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুকের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে অ্যাপলের তৈরি ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এনপিডি জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ল্যাপটপ বিক্রির হিসাবে যুক্তরাষ্ট্রে আলট্রাবুকের বাজারের ৫৬ শতাংশ ম্যাকবুক এয়ারের দখলে আর বাকি ৪৪ শতাংশ অন্যান্য আলট্রাবুক নির্মাতাদের দখলে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
এনপিডির বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি বাজারে আসা ম্যাকবুক এয়ারে ২০১৩ সালের মডেলটি জনপ্রিয়তা পেয়েছে। ম্যাকবুক এয়ার বিক্রির হার দেখে বোঝা যায় আলট্রাবুক বা হালকা-পাতলা ল্যাপটপ শ্রেণীতে শিগগিরই ম্যাকবুক এয়ারের জনপ্রিয়তা কমবে না।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ইনটেলের তৈরি চতুর্থ প্রজন্মের হ্যাসওয়েল প্রসেসর নির্ভর ম্যাকবুক এয়ারের দীর্ঘক্ষণ চার্জ থাকে। যা ক্রেতাদের কাছে জনপ্রিয়তার কারণ হতে পারে।
এদিকে, আলট্রাবুক শ্রেণীতে ম্যাকবুকের প্রতিদ্বন্দ্বী হতে উইন্ডোজনির্ভর আলট্রাবুকগুলো। তবে মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজনির্ভর হাইব্রিড ল্যাপটপকে অধিক গুরুত্ব দিচ্ছে। ট্যাবলেট ও ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে বলেই জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার। উইন্ডোজনির্ভর নতুন হাইব্রিড ল্যাপটপ বাজারে আনতে নির্মাতাদের সঙ্গে কাজ করছে মাইক্রোসফট। তবে অ্যাপলের চাওয়া, টাচ প্রযুক্তি শুধু আইপ্যাডের জন্যই থাক, ম্যাকবুক এয়ার চলুক ল্যাপটপ হিসেবে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ