সাম্প্রতিককালের দুই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল ও গুগল; তবে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হচ্ছে বলেই জানিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড।
এরিক স্মিড জানান, ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে গুগল ও অ্যাপলের সম্পর্ক বেশ খারাপ অবস্থায় চলে গিয়েছিল। তবে এক বছর ধরে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন বিতর্কিত বিষয় সমাধানের জন্য চেষ্টা করছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বেড়েছে বলেও জানান গুগলের চেয়ারম্যান।
১১ জুলাই যুক্তরাষ্ট্রের সান ভ্যালিতে অনুষ্ঠিত এক সম্মেলনে এরিক স্মিড বলেন, গুগল ও অ্যাপল কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটির সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে সক্ষম হবে।
No comments:
Post a Comment