চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাত্ এপ্রিল থেকে জুন, এ তিন মাসে বিশ্বব্যাপী পিসি বিক্রি কমেছে প্রায় ১১ শতাংশ। কম্পিউটার বিক্রি কমলেও হিউলেট-প্যাকার্ড বা এইচপিকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে চীনা প্রতিষ্ঠান লেনোভো। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি ও গার্টনার জানিয়েছে, কম্পিউটার বিক্রিতে শীর্ষস্থানটি লেনোভোর। এরপর রয়েছে এইচপি ও ডেল।
গার্টনারের হিসাব অনুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী পিসি বিক্রি ১০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে সাত কোটি ৬০ লাখ ইউনিটে। আইডিসির মতে, এ বিক্রির পরিমাণ সাত কোটি ৫৬ লাখ। সে ক্ষেত্রে বিক্রি হ্রাসের পরিমাণ ১১ দশমিক ৪ শতাংশ। দুটি প্রতিষ্ঠানের গবেষকেরা জানান, শীর্ষ পাঁচটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানেরই পিসি বিক্রি কমেছে।
গার্টনারের গবেষকেরা জানান, পিসির ইতিহাসে এবারই প্রথম পর পর পাঁচ প্রান্তিক বিক্রি হ্রাস অব্যাহত থাকল।
ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা ও পিসির চাহিদা হ্রাস পাওয়াকেই বিশ্ববাজারে পিসি বিক্রি কমার কারণ হিসেবে দেখছেন গবেষকেরা।
No comments:
Post a Comment