/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

সাশ্রয়ী ডিএসএলআর ক্যামেরা আনছে সনি।


ছোটো আকারের একটি ডিএসএলআর ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। সনি আলফা এ৩০০০ মডেলের এ ক্যামেরাটির কিট লেন্সসহ দাম হবে ৪০০ মার্কিন ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩০০০ মডেলের ক্যামেরাটিতে থাকছে
২০ মেগাপিক্সেলের এপিএস-সি সেন্সর যাতে সৌখিন ও পেশাদার দুই ধরনের আলোকচিত্রীর বিশেষ সুবিধা থাকবে। এ ক্যামেরাটির আইএসও সীমা হবে ১০০ থেকে ১৬ হাজার। এতে থাকবে ৩ ইঞ্চি মাপের এলসিডি প্যানেল এবং এতে প্রতি সেকেন্ডে ৩.৫ ফ্রেম পূর্ণ রেজুলেশনে ছবি তোলা যাবে। এতে অটোফোকাস ও ম্যানুয়াল ফোকাস সিস্টেম রয়েছে। ক্যামেরায় ই-মাউন্ট মিররলেস লেন্স ব্যবহার করা যাবে।
এ ক্যামেরা ব্যবহার করে ১৯২০ বাই ১০৮০ পিক্সেলে ভিডিও ধারন করা যাবে।
১৮-৫৫ মিলিমিটার ই-মাউন্ট লেন্সকিটসহ ৪০০ মার্কিন ডলার দামের ক্যামেরাটি সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ