আজকের পর্বে থাকছে জনপ্রিয় গেমস সিরিজ এসাসিনস ক্রিড এর আপকামিং গেম এসাসিনস ক্রিড ৪ ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে।
এসাসিনস ক্রিড ৪: ব্ল্যাক ফ্ল্যাগ
নির্মাতা এবং প্রকাশক:
ঊবিসফট
সিরিজ:
এসাসিনস ক্রিড
ধরণ:
ঐতিহাসিক একশন-এডভেনঞ্চার
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
মুক্তি পাচ্ছে:
অক্টোবর ২৯, ২০১৩
রেটিং:
এম
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
এক্সবক্স ৩৬০,
প্লে-স্টেশন ৩,
প্লে-স্টেশন ৪,
ঊই-ইউ গেমস কনসোলে।
ট্রেইলার ভিডিও:
সিস্টেম রিকোয়ারমেন্টস:
এখনো জানা যায় নি।
গেমটির ৬০ ভাগ স্টোরি ল্যান্ড এ হবে। প্লেয়ার আরো ৫০টি লোকেশন এক্সপ্লোর করতে পারবে যেমন জেলেদের গ্রাম, প্ল্যান্টেশন, জঙ্গল, র্ফোটস, আইল্যান্ড, মায়ান রুইনস এবং নারিকেল আইল্যান্ড! এছাড়াও শিকার করা, হারপুনিং এবং জলের ভিতর গমন এগুলো থাকছে এডিশনার গেম-প্লে হিসেবে।
গেমটির কমবাট সিস্টেম ফ্রি এইমিং তে আপগ্রেড করা হয়েছে। সাথে থাকছে আগের গেমটির বিল্ট-ইন অটো এইম সিস্টেম। গেমটিতে অন্যান্য থার্ড-পারসন শুটার গেমগুলোর মতোই প্লেয়ার শুধু এইম করবে এবং ফায়ার করবে।
ডুয়াল-ওয়েল্ডিং অস্ত্রও ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। যেখানে প্লেয়ার একই সাথে চারটি অস্ত্র বহন এবং ব্যবহার করতে পারবে। জলের নিচের জগতে বিভিন্ন প্রাণী যুক্ত করা হয়েছে (যেমন শার্ক মাছ)। এছাড়াও আবহাওয়া সিস্টেমে আরো নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
প্লেয়ার বিভিন্ন মিশন সফল ভাবে শেষ করার পর, পিলাজিং এবং শত্রু জাহাজ দখলে নেবার পর তার অস্ত্র এবং পাওয়ার আপগ্রেড করতে পারবে। তবে গেমটিতে শত্রুর এবিলিটি অনেক হার্ড হবে।









No comments:
Post a Comment