/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

নিউ আপকামিং গেম- WATCH DOGS – ওয়াচ-ডগ-স (২০১৩)


আজকের গেমস জোনে থাকছে আপকামিং একশন গেম ওয়াচ ডগ’স।


ওয়াচ ডগ”স একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড একশন এডভেঞ্চার ভিডিও গেম। ডেভেলপ করেছে উবিসফট মন্টিয়ায়। উবিসফট কোম্পানি টি ফারক্রাই এবং এসাসিন ক্রিড গেমস সিরিজের জন্য জনপ্রিয়। ওয়াচ ডগ’স গেমটি ২০১৩ সালের মাঝামাঝি অথবা শেষের দিকে
মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এর জন্য রিলিজ পাবে। গেমটির মূল বিষয় হলো প্লেয়ার এর যেকোন ইলেকট্রিক ডিভাইস হ্যাক করার ক্ষমতা আছে। যার সাহায্যে ওই সব ডিভাইস এর সকল তথ্য চুরি করে নিদির্ষ্ট সময়ে ডিভাইসটি ফাটিয়ে দেওয়া যায়।
Watch_Dogs


Developer:
Ubisoft Montreal
Publisher:
Ubisoft
Platform:
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360
Genre:
Action Adventure,
open world,
Stealth
Mode:
Single-Player,
Multiplayer
Trailer Video:
System Requirements:
Minimum:
Core i3 2.6GHz,
Win7,
2GB Ram,
512MB Graphic,
14GB Free HDD
Recommended:
Core i7 3.0GHz,
Win7,
4GB Ram,
2GB Graphic,
14GB Free HDD

কিছুদিন আগে রিলিজ হওয়া স্লিপিং ডগস গেমটির সিকুয়্যাল নয় ওয়াচ ডগ’স। এটি একটি সম্পুর্ণ অন্য গেম। গেমটির মুল গেমপ্লে হল হ্যাকিং। প্লেয়ার এর মুল কাজ হলো সিটির সেন্ট্রাল অপারেটিং সিস্টেম কে হ্যাক করা। এছাড়াও টার্গেট এর সেলফোন হ্যাক করে তার সব তথ্য নেওয়া এবং সেলফোনটি কথা বলা অবস'ায় মানে মাথার কাছে থাকা অবস'ান ফাটিয়ে ফেলে টার্গের এর মৃত্যু নিশ্চিত করা ইত্যাদি। গেমটিতে আপনি থার্ড পারসন শুটার গেমপ্লে ও পাবেন। এছাড়াও গেমটি খেলতে হলে ধৈর্য্য থাকতে হবে। যেমন টি হিটম্যান সিরিজের গেমস গুলো খেলতে হলে ধৈর্য্য লাগে।
গেমটির স্টোরিলাইট তৈরি করা হয়েছে ভবিষ্যৎ এর টেকনোলজির অতি-ব্যবহার এর উপর। পটভূমি শিকাগো সিটি। যেখানে পুরো সিটি টি নিয়ন্ত্রণ করছে একটি সুপার কম্পিউটার যার নাম “সিটিওএস - সেন্ট্রাল অপারেটিং সিস্টেম”। এই কম্পিউটারটি শিকাগো প্রতিটি টেকনোলজি ডিভাইস কে নিয়ন্ত্রণ করছে। এখন একটি হ্যাকার টিম এই সুপার কম্পিউটারকে হ্যাক করার চেষ্টা করছে। এতে তারা সিটির তথ্য গুলোকে চুরি করতে পারবে। তাদের এই কাজের বাধা দিতে প্লেয়ারের ভুমিকায় আপনাকে খেলতে হবে।
পরবতী প্রজন্মের গ্রাফিক্স এবং ইউনিক গেমপ্লে নিয়ে গেমটি তৈরি হচ্ছে। তাই গেমটি খেলতে হলে আপনাকে অবশ্যই কোর আই সিরিজের পিসি লাগবে। গেমটির নিমার্ণ কাজ শুরু হয় ২০১০ সাল থেকে। তবে গেমটির ব্যাপারে সর্বপ্রথম জানা ই৩ ২০১২ থেকে। ই৩ ২০১২ তে গেমটির ডেমো ভার্সন বের করা হয়। এতেই গেমটি এতই সাড়া পেয়েছে যে গেমটির ব্যাপারে নিমার্তারা অনেক আশাবাদী।











No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ