যেসব ব্যক্তি কানে কিছুটা কম শোনেন তাদের শোনার ব্যাপারে সহযোগিতা করার জন্য আছে “হিয়ারিং এইড”।
যেসব ব্যক্তি কানে কিছুটা কম শোনেন তাদের
শোনার ব্যাপারে সহযোগিতা করার জন্য আছে “হিয়ারিং এইড”। কিন্তু অনেক সময়
হয়তো,বাইরে বেরোবার সময় হিয়ারিং এইড কানে লাগাতে ভুলে গেলেন। তখন
বিব্রতকর পরিস্থিতির অন্ত থাকে না। এই সমস্যা দূর করার ব্যপারে বিজ্ঞানীরা
তাদের গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
বিজ্ঞানীরা একদম বাস্তবের মত দেখতে
কৃত্রিম কান উদ্ভাবন করেছেন। এটি বানাতে তারা ব্যবহার করেন ভেড়ার
তরুণাস্থি(কার্টিলেজ) আর ডিজাইনের জন্য থ্রি-ডি প্রিন্টার। প্লাস্টিক
সার্জারি বিশেষজ্ঞরা তাদের সাধ্যমত চেষ্টা করেছেন কৃত্রিম কানটিকে হুবহু
মানুষের কানের আকৃতি দিতে।
ম্যাসাচুসেটসের গবেষক দল, তাদের কৃত্রিম
কান বানাতে ল্যাবে পরীক্ষার জন্য ব্যবহৃত ইঁদুরের চামড়ার নিচে পর্যাপ্ত
পরিমাণ তরুণাস্থি কোষ কৃত্রিম উপায়ে জন্মান। কানটির আকৃতি দেয়ার জন্য
বিশেষ ধরণের তার ব্যবহার করা হয় যাতে কোষগুলো একটি আরেকটির সাথে ভালোভাবে
লেগে থাকে এবং মানুষের কানের মতোই নমনীয় হয়।
বিজ্ঞানীরা এখন তাদের উদ্ভাবিত কৃত্রিম
কান অপারেশনের কাজে ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁরা আশা করছেন
অচিরেই তাঁরা কৃত্রিম কান প্রতিস্থাপনের কাজে সফল হবেন। তারা আশা
করছেন,যেহেতু তাদের ব্যবহৃত প্রযুক্তি খুবই সহজ এবং তারা রোগী ভেদে আলাদা
কৃত্রিম কান তৈরি করতে পারবেন এবং তা সম্ভাব্য দ্রুততম সময়ে। ম্যাসাচুসেটস
জেনারেল হাসপাতালের চিকিৎসক থমাস কারভেন্টজ ও তার সহকর্মীরা এক কৃত্রিম
কান উদ্ভাবন করেছেন।
ত্রিমাত্রিক মডেল তৈরির সময় থমাস ও তার
টিম একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নেন,যাতে তাদের তৈরি
কৃত্রিম কানের বিভিন্ন অংশের গঠন ও অনুপাত ঠিক থাকে। আশা করা হচ্ছে,কৃত্রিম
কানের উদ্ভাবন চিকিৎসাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
No comments:
Post a Comment