/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ভালোবাসা রসায়নের সাথে সম্পর্কিত একটি বিষয়


মানুষ যখন নতুন নতুন প্রেমে পড়ে, তার মস্তিষ্ক হতে এক ধরণের রাসায়নিক পদার্থ (নিউরোট্রান্সমিটার) নির্গত হয়, যার নাম “ডোপামিন”, ডোপামিন মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, চোখের মনিকে প্রসারিত করে তোলে। নতুন প্রেমে পরা জুটির পেটে প্রজাপতি উড়ে বেড়ানোর যে স্বর্গীয় অনুভুতি হয়, তার জন্য দায়ী এই ডোপামিন।
যত দিন যেতে থাকে ডোপামিন নিঃসরন কমতে থাকে, তাই আস্তে আস্তে প্রথম প্রেমের পুলকময় অনুভুতি ও কমতে থাকে । দীর্ঘস্থায়ী সম্পর্কে আরেকধরণের রাসায়নিক নির্গত হয় যার নাম “অক্সিটোসিন”, এর প্রভাবে যুগল একজনের আরেকজনের সানিধ্যে চরম শান্তি ও নিরাপত্তা বোধ অনুভব করতে থাকেন।সমপর্ক ভেঙ্গে গেলে জীবন দুর্বিসহ হয়ে ওঠে। তাছাড়া “অক্সিটোসিন” শরীরের “করটিসল” নামক আরেকটি পদার্থের নিঃসরন কমিয়ে দেয়। “করটিসল” হলো স্ট্রেস হরমোন। সুতরাং দীর্ঘস্থায়ী সম্পর্কে আবদ্ধ যুগলরা কম স্ট্রেস অনুভব করেন।








No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ