/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ক্যান্সার প্রতিরোধে পপকর্নের গুরুত্ব


কোথাও গাড়িতে যাওয়ার পথে কিংবা অবসরে এক প্যাকেট পপকর্ন ভালো সঙ্গ দেয়। খাদ্যমানের দিক থেকেও এই খাবারটি একেবারে উপো করার মতো নয়। এর অনেক গুণ আছে। এই শস্যটি আঁশে ভরপুর।
 সামপ্রতিক গবেষণায় পপকর্ন সম্পর্কে চমকপ্রদ তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এক একটি পপকর্নে পলিফেনল নামে এক অতি উপকারী রাসায়নিক উপাদানে ঠাসা। বিশেষ ধরনের এ রাসায়নিকটি ক্যান্সার নিষ্ক্রিয় করে দিতে পারে। গবেষণায় দেখে গেছে, ওজন হিসেবে পপকর্নের ১ দশমিক ৫ শতাংশই পলিফেনল যা একই পরিমাণ ফল বা সবজির তুলনায় অনেক বেশি।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ