বুধবার নতুন অ্যান্ড্রয়েড অ্যাপটির কিছু ফিচার উন্মোচন করেছে গুগল। এ
অ্যাপটিতে এখন জিও-লোকেশন ফিচার যোগ করা হয়েছে। যার মাধ্যমে গুগল+
ব্যবহারকারীরা নিজেদের অবস্থান নির্দিষ্ট ব্যক্তিদের জানাতে পারবেন। এ
ছাড়াও অ্যাপটিতে মেসেঞ্জারের পরিবর্তে গুগল হ্যাংআউটস এবং গুগল ড্রাইভের
সঙ্গে ফটো ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা গুগল ড্রাইভে থাকা
ছবি সরাসরি তাদের গুগল+ প্রোফাইলে শেয়ার করতে পারবেন।
গুগলের এক
মুখপাত্র জানিয়েছেন, অ্যাপটি ছবি এবং ডকুমেন্ট আলাদাভাবে চিনতে সক্ষম। তাই
ব্যবহারকারীদের ড্রাইভে রাখা ফাইল তাদের গুগল+ অ্যাকাউন্টে চলে আসার কোনো
আশঙ্কা নেই। তিনি এ বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত থাকার পরামর্শ
দিয়েছেন।
No comments:
Post a Comment