/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

দেশের বাজারে এল‘গ্যালাক্সি এস ৪ জুম’


সম্প্রতি দেশের বাজারে এসেছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা-সুবিধা স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ জুম। ৪৭ হাজার ৫০০ টাকা দামের এই স্মার্টফোন গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ।
স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এস ৪ জুম’ স্মার্টফোনের বিশেষত্ব হচ্ছে এর পেছনে থাকা ১৬ মেগাপিক্সেল ক্যামেরা-সুবিধা। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বাজারে আনা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের পর উন্নত ক্যামেরা নিয়ে বাজারে এসেছে ‘এস ৪ জুম’।
নতুন সংস্করণের স্মার্টফোনটিতে রয়েছে ৪ দশমিক ৩ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড জেলি বিননির্ভর স্মার্টফোনটির ডুয়াল কোর প্রসেসরের সঙ্গে রয়েছে আট গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা, ১.৫ গিগাবাইট র্যাম, এনএফসি ও ব্লুুটুথ সুবিধা।
এস ৪ জুম স্মার্টফোনটি কিনলে বিনা মূল্যে ফ্লিপ কভার দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং।


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ