/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ইন্টারনেট সংস্থা দিয়ে লাভ করতে চান জাকারবার্গ!


বিশ্বজুড়ে ইন্টারনেট সাশ্রয়ী করার একটি উদ্যোগ নিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে এ উদ্যোগের পেছনে রয়েছে বিশাল এক লাভের পরিকল্পনা।
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সাশ্রয়ী দামের মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপন থেকে আরও আয় করার পরিকল্পনারই ফসল এ প্রকল্প। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
মার্ক জাকারবার্গ ২১ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং, মার্কিন সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম এবং আরও চারটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিশ্বজুড়ে সাশ্রয়ী ইন্টারনেট-ব্যবস্থা তৈরির এ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছিলেন। মার্ক জাকারবার্গের প্রকল্পটির নাম ‘ইন্টারনেট ডট ওআরজি’। নামের শেষে ওআরজি থাকায় প্রতিষ্ঠানটিকে অলাভজনক বলে বিভিন্ন মাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল।
সিএনএন বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশাল এক ব্যবসা পরিকল্পনার অংশ হিসেবেই স্যামসাং, কোয়ালকম, এরিকসন, মিডিয়াটেক, নকিয়া ও অপেরা এক জোট হয়ে তৈরি করেছে এই ইন্টারনেট সংস্থা ।
মূলত ইন্টারনেটকে কম খরচের মধ্যে আনা, অল্প ডেটা ব্যবহার করে ওয়েবসাইট, নতুন ও সময়োপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে নতুন দেশে ইন্টারনেট নিয়ে যাওয়া, নতুন সব অ্যাপ ও স্মার্টফোনের বিকাশ আরও সহজলভ্য করতেই ইন্টারনেটভিত্তিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মার্ক জাকারবার্গ জানান, ইন্টারনেটকে বিশ্বে ছড়িয়ে দিতে যেকোনো কার্যক্রমে কাজ করতে আগ্রহী ফেসবুক। ‘এভরি ওয়ান অব আস, এভরি হোয়ার, কানেকটেড’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ৫০০ কোটি সাধারণ মানুষকে ইন্টারনেটের আওতায় আনা।
এদিকে সিএনএন জানিয়েছে, জাকারবার্গের উদ্যোটি অলাভজনক মনে হলেও আদতে তা সম্ভাবনাময় বাজারে ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাড়ানো। ফেসবুকের পাশাপাশি এ সংস্থার অন্য সদস্য প্রতিষ্ঠানগুলো নিজের ব্যবসায়িক স্বার্থে জড়িয়ে পড়েছে। নকিয়া ও স্যামসাং এরই মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে কম দামে স্মার্টফোন বিক্রি বাড়ানোর পরিকল্পনা করেছে। সব মিলিয়ে ইন্টারনেট সংস্থার এ প্রকল্প মূলত একটি ব্যবসার মডেল ছাড়া কিছু নয়।





No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ