প্রথম দেখায় প্রেম, ভালোলাগা। কী দেখে? উত্তর হচ্ছে-চোখ। পুরুষরা এক ঝলকে নারীর চোখে খুঁজে ফেরে সব সৌন্দর্য। সম্প্রতি যুক্তরাজ্যের পণ্য নির্মাতা মিউরিন আই ড্রপের করা এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। এক খবরে জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস অনলাইন।
যুক্তরাজ্যের এক হাজার পুরুষ এক জরিপে জানিয়েছেন, নারীর চোরাবালি চোখ কিংবা পাখির বাসার মতো দুটি চোখের দিকে এক ঝলক দেখেই আকৃষ্ট হন তাঁরা। জরিপে অংশ গ্রহণকারীদের অধিকাংশ মত দিয়েছেন যে, শরীরের দিকে নয় কোনো নারীর চোখের দিকে একবার দেখেই তাদের ভালো লাগার বিষয়টি নির্দিষ্ট করে ফেলেন। অর্থাত্, নারীর চোখেই রয়েছে আকর্ষণের জাদু।
ওই জরিপে দেখা গেছে, চোখের পর নারীর সুন্দর হাসি নজর কাড়ে পুরুষদের। এরপর আসে চুলের ধরন ও শারীরিক গঠনের বিষয়টি। পুরুষরা মেয়েদের পোশাক সচেতনতা ও উচ্চতার দিকেও খেয়াল করে।

No comments:
Post a Comment