অ্যাপলের নতুন পণ্য নিয়ে সব সময়ই নানারকম গুঞ্জন থাকে। এবারে সোনালী রংয়ের একটি আইফোন আসার গুঞ্জন তৈরি হয়েছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগ সাইটগুলোর তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর সোনালী রঙের আইফোন ৫ এস বাজারে আনার ঘোষণা দিতে পারেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে অবশ্য বলা হয়েছে, এবারে একাধিক মডেলের আইফোনের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি হবে প্লাস্টিক কাঠামোর সাশ্রয়ী আইফোন এবং অন্যটি সোনালী রংয়ের আইফোন।
অসমর্থিত সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তাইওয়ানের একটি প্রতিষ্ঠানে নতুন দুটি মডেলের আইফোন তৈরির কাজ শুরু হয়ে গেছে।
অল থিংস ডিজিটাল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১০ সেপ্টেম্বর অ্যাপল একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এ অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের ঘোষণা আসতে পারে।
অবশ্য, বরাবরের মতো নতুন প্রযুক্তিপণ্যের গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ অ্যাপল কর্মকর্তারা।
বাজার বিশ্লেষকেরা সম্প্রতি অ্যাপলের ব্যবসা পরিকল্পনায় পরিবর্তনের ইঙ্গিত দেখতে পাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় অ্যাপলকে সাশ্রয়ী আইফোনের ঘোষণা দিতে হতে পারে। পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট হাতঘড়ির বাজারেও দুটি প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল থেকে জুন এ তিন মাস অর্থাত্ দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বাজারে অ্যাপলের দখল কমে ১৪ দশমিক দুই শতাংশে এসে ঠেকেছে আর স্যামসাং বাজারে দখল বাড়িয়ে ৩১ দশমিক সাত শতাংশে পৌঁছে গেছে। এ সময় বাজারে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৭৯ শতাংশ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর।
বাজার গবেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন বাজারে সুনাম ধরে রাখতে অ্যাপল বরাবরের মতই নতুন কিছু চমক রাখতে পারে।

No comments:
Post a Comment