বিশ্বের যেখানে নজর
যাবে সেখানে ইন্টারনেটের পথচারণ চোখে পড়বে।এটা ছাড়া যেন প্রযুক্তির প্রসার
প্রভাব কিছু ভাবা যায় না।শুধু প্রসার প্রভাব ইন্টারনেটকে দোমাতে পারবে না
সারা বিশ্বেও এর জনপ্রিয়তা তুঙ্গে। ইন্টারনেট ছাড়া যেন চলেই না কোন কিছু
তার মধ্যে রয়েছেঃ ভ্রমণে আকাশ পথে, দ্রুতগতির রেল পথে এমনকি সমুদ্র পথেও
এছাড়াও আরো বহুবিদ ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার,এটা ছাড়া প্রযুক্তি ভাবা
যায় না।আর এবার নতুন উন্মাদনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি
নির্মাতা জেনারেল মটরস (জিএম) গাড়ি তৈরির প্রতিষ্ঠান, ঘোষণা দিয়েছেন
ইন্টারনেটভিত্তিক গাড়ি তৈরির।সংশ্লিষ্ট বিশ্লেষকেরা মনে করেন, প্রগতিশীল
গাড়ি শিল্পের বিকাশে নিত্যনতুন সংযোজন-বিয়োজন ঘটায়। সেখানে ইন্টারনেট হচ্ছে
একেবারেই নতুন ঘরানার চমক। এরই মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে অনলাইন বিনোদন
আবহ আর নেভিগেশন সিস্টেম । ঘাটতিও বাড়বে হু হু করে গাড়ির। অটো শিল্পে নতুন
গ্রাহক তৈরি এবং বিকাশে ইন্টারনেট সেবা নিশ্চিভাবেই সক্রিয় ভূমিকা রাখবে।
তথাকথিত ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং জিপিএস সিস্টেমের বিপরীতে এখন তৈরি
হচ্ছে ইন্টারনেটনির্ভর গাড়ি। নির্মাতা সূত্র বলেন, আসছে ২০১৫ সালেই জিএম
ইন্টারনেট ঘরানার গাড়ি তৈরি করতে পারবে। এ ছাড়াও ২০১৪ সালের মাঝামাঝি সময়
থেকেই যুক্তরাষ্ট্রে শীর্ষ অটোমেকার জিএম ইন্টারনেট সেবাভুক্ত গাড়ি
পরীক্ষামূলকভাবে প্রদর্শন করতে পারবে। ।
এতে
অনলাইন বিজ্ঞাপনের বড় একটা বাজারও তৈরি হবে। জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে
একজন ইন্টারনেট ভোক্তা প্রতি সপ্তাহে ন্যূনতম ৪ ঘণ্টা অবকাশে ইন্টারনেট
সান্নিধ্যে সময় কাটায়। ইন্টারনেট ঘরানার গাড়ি বাজারে এলে পথে থাকাকালীন
লাইভ ভিডিও সম্প্রচার এবং ইন্টারনেটকেন্দ্রিক বিনোদন আরও বেশি জনপ্রিয় হবে
বলে আশা রাখেন নির্মাতা।
No comments:
Post a Comment