গত ২১ মে ২০১৩, রাজধানীর একটি হোটেলে হয়ে গেলো টেলিকম এশিয়া বিডি লিমিটেডের এক জাঁকজমকপূর্ণ কর্পোরেট গ্রাহক সম্মেলন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিকম এশিয়া বিডি লিমিটেডের প্রধান বিপনন কর্মকর্তা জনাব রেজাউন নবী, কর্পোরেট সেলস প্রধান জনাব ইমরান খান এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি ও কোম্পানির প্রধান অর্থনির্বাহী জনাব খুরশীদ নাঈম। অনুষ্ঠানের প্রথম পর্বে একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কোম্পানির পরিচিতি, কার্যক্রম ও পণ্য সামগ্রীর একটি মনোরম উপস্থাপনা করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রদর্শন করা হয় কোম্পানিটির বহুল আলোচিত Bluebay 3G মডেম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় বক্তারা এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। এটি বাংলাদেশের বর্তমানে ছয়টি GSM অপারেটরের সিম কার্ড সাপোর্ট করবে। এটি 3G মডেম হলেও 2G নেটওয়ার্কেও কাজ করবে, এর ডাউনলোড গতি 7.2 Mbps পর্যন্ত। পণ্যটির বিপনন বর্তমানে শুধু টেলিকম এশিয়া বিডি লিমিটেডের কর্পোরেট গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তবে বাংলাদেশের সব কম্পিউটার মার্কেটেই এটি শীঘ্রই পাওয়া যাবে বলে অনুষ্ঠানে ঘোষণা প্রদান করা হয়।
বাংলাদেশের বাজারে আসছে Bluebay 3G মডেম।
গত ২১ মে ২০১৩, রাজধানীর একটি হোটেলে হয়ে গেলো টেলিকম এশিয়া বিডি লিমিটেডের এক জাঁকজমকপূর্ণ কর্পোরেট গ্রাহক সম্মেলন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেলিকম এশিয়া বিডি লিমিটেডের প্রধান বিপনন কর্মকর্তা জনাব রেজাউন নবী, কর্পোরেট সেলস প্রধান জনাব ইমরান খান এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি ও কোম্পানির প্রধান অর্থনির্বাহী জনাব খুরশীদ নাঈম। অনুষ্ঠানের প্রথম পর্বে একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কোম্পানির পরিচিতি, কার্যক্রম ও পণ্য সামগ্রীর একটি মনোরম উপস্থাপনা করা হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রদর্শন করা হয় কোম্পানিটির বহুল আলোচিত Bluebay 3G মডেম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় বক্তারা এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। এটি বাংলাদেশের বর্তমানে ছয়টি GSM অপারেটরের সিম কার্ড সাপোর্ট করবে। এটি 3G মডেম হলেও 2G নেটওয়ার্কেও কাজ করবে, এর ডাউনলোড গতি 7.2 Mbps পর্যন্ত। পণ্যটির বিপনন বর্তমানে শুধু টেলিকম এশিয়া বিডি লিমিটেডের কর্পোরেট গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তবে বাংলাদেশের সব কম্পিউটার মার্কেটেই এটি শীঘ্রই পাওয়া যাবে বলে অনুষ্ঠানে ঘোষণা প্রদান করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment