নিলামে বিক্রি হলো অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার ‘অ্যাপল ১’। সম্প্রতি জার্মানির কোলন শহরে আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক নিলামে সাড়ে ছয় লাখ ডলারে কম্পিউটারটি বিক্রি হয়েছে। প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার অ্যাপল ১ স্মারক হিসেবে রাখার ব্যাপারে অনেকেই আগ্রহী ছিলেন। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে একটি পুরোনো গ্যারেজে প্রতিষ্ঠা করেন অ্যাপল। সে বছরেই অ্যাপল ১ মডেলের কম্পিউটার বাজারে ছাড়া হয়। সেই সময় বাজারে আসা ৫০টি কম্পিউটারটির মধ্যে এখনো সচল আছে ছয়টি কম্পিউটার। কম্পিউটারটির মাদারবোর্ডে স্টিভ ওজনিয়াকের সই রয়েছে। এ ছাড়া কম্পিউটারের কাগজপত্রেও রয়েছে স্টিভ জবসের সই।
নিলামে অ্যাপল ১ কম্পিউটার।
নিলামে বিক্রি হলো অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার ‘অ্যাপল ১’। সম্প্রতি জার্মানির কোলন শহরে আনুষ্ঠানিকভাবে আয়োজিত এক নিলামে সাড়ে ছয় লাখ ডলারে কম্পিউটারটি বিক্রি হয়েছে। প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের শুরুর দিকের কম্পিউটার অ্যাপল ১ স্মারক হিসেবে রাখার ব্যাপারে অনেকেই আগ্রহী ছিলেন। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক ১৯৭৬ সালে একটি পুরোনো গ্যারেজে প্রতিষ্ঠা করেন অ্যাপল। সে বছরেই অ্যাপল ১ মডেলের কম্পিউটার বাজারে ছাড়া হয়। সেই সময় বাজারে আসা ৫০টি কম্পিউটারটির মধ্যে এখনো সচল আছে ছয়টি কম্পিউটার। কম্পিউটারটির মাদারবোর্ডে স্টিভ ওজনিয়াকের সই রয়েছে। এ ছাড়া কম্পিউটারের কাগজপত্রেও রয়েছে স্টিভ জবসের সই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment