শিগগিরই নতুন সংস্করণের আইপ্যাড আনছে অ্যাপল আর একারণেই আইপ্যাডের পুরোনো মডেলগুলোর দাম কমিয়েছে প্রতিষ্ঠানটি।
আইপ্যাড ৪ ও আইপ্যাড মিনির দামের ক্ষেত্রে ছাড় দিচ্ছে অ্যাপল। এদিকে অ্যাপল পণ্যের খুচরা বিক্রেতারাও আইপ্যাড ২ মডেলটির বিক্রি শেষ করে ফেলেছেন। বাজার বিশ্লেষকেরা এ বিষয়গুলো দেখে ধারণা করছেন, শিগগিরই হয়তো আইপ্যাড মিনির দ্বিতীয় সংস্করণ ও আইপ্যাডের পঞ্চম সংস্করণের ঘোষণা দেবে অ্যাপল।
নতুন পণ্য বাজারে আনার আগে পুরোনো মডেলগুলোর দাম কমিয়ে বিক্রি করার প্রবণতা দেখা যায়। আইপ্যাডের দ্বিতীয় সংস্করণটি আর বাজারে আসবে না, এমন ধারণাও করছেন অনেক বাজার বিশ্লেষক।
যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেদের ধারণা, ১৮ জুন নতুন মডেলের আইপ্যাডের ঘোষণা দেবে অ্যাপল। নতুন মডেলের আইপ্যাডে থাকবে উন্নত প্রসেসর, আইওএসের নতুন সংস্করণ এবং উন্নত ডিসপ্লে। পাশাপাশি এগুলো বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের তুলনায় হালকা-পাতলাও হবে।
চলতি বছরের জুন মাসের ১০ তারিখে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে নতুন প্রজন্মের আইওএসের ঘোষণা দেবে অ্যাপল। বাজার বিশ্লেষকেদের ধারণা এর পরপরই নতুন মডেলের আইপ্যাডের ঘোষণা দিতে পারে অ্যাপল।
No comments:
Post a Comment