বিভিন্ন নামে ডাকা হয়। কখনো পেনড্রাইভ, কখনো ফ্ল্যাশড্রাইভ আবার কখনো বা ইউএসবি ড্রাইভ। আকারে ছোট হলেও আমাদের ডিজিটাল তথ্য পরিবহনে বেশ কাজে দেয় এই পেনড্রাইভ।ওজনে হালকা, দেখতে আকর্ষণীয় বিভিন্ন পেনড্রাইভ কিনতে পাওয়া যায় বাজারে। আর মাত্র ৫০০ টাকার মধ্যে বেশ কটি ব্র্যান্ডের পেনড্রাইভ কিনতে পারেন আপনি।
অ্যাপাসার
২ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার অ্যাপাসার এএইচ১১০ ও এএইচ৩২২ মডেলের পেনড্রাইভের দাম ৪০০ টাকা। ৪ গিগাবাইট ধারণক্ষমতার এএইচ৩২৪, এএইচ১২৮, এএইচ৩২৬, এএইচ৩৩২, এএইচ৩২৫ ও এএইচ৩২১ মডেলের পেনড্রাইভের দাম পড়বে ৪০০ টাকা। ৫০০ টাকায় অ্যাপাসার এএইচ১৩১, এএইচ৩২৬, এএইচ৩২৮ মডেলের ৪ গিগাবাইট পেনড্রাইভ কিনতে পারবেন।
এডেটা
আপনার যদি কম ধারণক্ষমতার পেনড্রাইভের প্রয়োজন হয়, তাহলে ২০০ টাকা দামের এডেটা পেনড্রাইভ কিনতে পারেন। ৫১২ মেগাবাইট ও ১ গিগাবাইট ক্ষমতার বেশ কটি মডেলের পেনড্রাইভ কিনতে পারবেন ২০০ টাকায়। এ ছাড়া ৫০০ টাকায় এডেটা সি৮০২, সি৯০৬ ৪ গিগাবাইট পেনড্রাইভ কিনতে পারবেন।
ট্রান্সসেন্ড জেটফ্ল্যাশ ৫০০ মডেলের পেনড্রাইভের দাম ৩৭৫ টাকা। ট্রান্সসেন্ডের ভি-৩৫০ ৪ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভের দাম ৪৫০ টাকা। ৪ গিগাবাইট ধারণক্ষমতার ভি-৩৭০ ও ভি-৫৩০ পেনড্রাইভের দাম ৫০০ টাকা।
পিকিউআই
১ গিগাবাইট ধারণক্ষমতার পিকিউআই পেনড্রাইভের দাম ২০০ টাকা। ২ জিবি ধারণক্ষমতার ইউ২৭৩ ও ইউ২৬২ মডেলের পেনড্রাইভের দাম ৪০০ টাকা।
টুইনমস
টুইনমস ইউএসবি ২.০ এ২ পেনড্রাইভের ধারণক্ষমতা ৪ গিগাবাইট। দাম পড়বে ৩৪০ টাকা। ৪ গিগাবাইট এক্স২ পেনড্রাইভের দাম ৪৫০ টাকা। টুইনমসের ৪ জিবি জি৪ পেনড্রাইভের দাম ৫০০ টাকা।
অন্যান্য ব্র্যান্ডের পেনড্রাইভ
২ গিগাবাইট ধারণক্ষমতার টিম ব্র্যান্ডের সি০৯২, এফ১০৫ ও এসসি ৯০১ পেনড্রাইভের দাম ৩০০ টাকা। ভেরিকো ভিএম-১৫ ৪ গিগাবাইট পেনড্রাইভের দাম ৫০০ টাকা। ভেরিকো ভিপি-০৬, ভিএম-০৪ ৪ গিগাবাইট পেনড্রাইভের দাম ৫০০ টাকা।
খেয়াল রাখুন
বাংলাদেশের বাজারে আসা বেশির ভাগ পেনড্রাইভ ইউএসবি ২.০ সমর্থন করে।
বিভিন্ন ব্র্যান্ডের পেনড্রাইভে রয়েছে ‘প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি’। মানে ক্রেতা হিসেবে আজীবন এ পণ্যে আপনার ওয়ারেন্টি পাওয়ার কথা। তাই কেনার সময় প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিন।
বিভিন্ন মডেলের পেনড্রাইভ শকপ্রুফ প্রযুক্তি পরীক্ষিত হলেও পেনড্রাইভ হাত থেকে মেঝে বা শক্ত স্থানে যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
বিভিন্ন পেনড্রাইভে স্বয়ংক্রিয় তথ্য নিরাপত্তার জন্য বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা থাকে।
অযথা পেনড্রাইভ ফরম্যাট করা থেকে বিরত থাকুন।
No comments:
Post a Comment