/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

কিউইকি কিনল ইয়াহু


চলচ্চিত্র নির্মাণে ব্যবহূত আইফোনের অ্যাপ্লিকেশন কিউইকি কিনে নিয়েছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু।
কিউইকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি, গান, ভিডিও নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
অবশ্য কিউইকি অ্যাপ্লিকেশনটি কিনতে ইয়াহু কর্তৃপক্ষ ঠিক কতো খরচ করেছে সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে অল থিংস ডিজিটালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিউইকি অ্যাপ্লিকেশনটি কিনতে চার থেকে পাঁচ কোটি মার্কিন ডলার খরচ করেছে ইয়াহু কর্তৃপক্ষ।
নতুন অ্যাপ্লিকেশন কেনা প্রসঙ্গে এক বিবৃতিতে ইয়াহু জানিয়েছে, কিউইকি অ্যাপ্লিকেশনটির জন্য সমর্থন চালিয়ে যাবে ইয়াহু এবং এই অ্যাপ্লিকেশনটির নির্মাতাদের ইয়াহুতে কাজ করার সুযোগ দেবে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, সম্প্রতি অনলাইন বিজ্ঞাপনের বাজারে গুগল ও ফেসবুকের চেয়ে পিছিয়ে পড়ছিল ইয়াহু। বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে বেশ কয়েকটি নতুন প্ল্যাটফর্ম কিনেছে ইয়াহু কর্তৃপক্ষ। ইয়াহুর সম্প্রতি কেনা প্ল্যাটফর্মের তালিকায় রয়েছে টাম্বলার ও বিগনগিং প্রোডাকশন।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ