হালকা-পাতলা, নমনীয়, বাঁকানো নানা রকম স্মার্টফোনই হয়তো ভবিষ্যতে দেখা যাবে। তবে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক স্মার্টফোন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যাতে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে হবে না বরং আলট্রাসনিক তরঙ্গের মাধ্যমে শরীরে স্মার্টফোনের অস্তিত্ব অনুভব করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের ইশিকাওয়া ল্যাবের গবেষকেরা ইনডোর প্রজেকশন টেকনোলজি নিয়ে কাজ করছেন। এ পদ্ধতির প্রজেক্টর থেকে বিশেষ তরঙ্গ-দৈর্ঘ্যের আলোকরশ্মি নির্গত হয় এবং এ রশ্মি শরীরের ওপর পড়লে স্মার্টফোনের অস্তিত্ব অনুভব করা যায়।
গবেষকেরা আশা করছেন, ভবিষ্যতে কিবোর্ড, স্মার্টফোন এমনকি কলমের বিকল্প হিসেবে এ প্রজেক্টর স্মার্টফোন প্রযুক্তিটি ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment