/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

সবচেয়ে পাতলা গেমিং আলট্রা বুক



প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘রেজার’ গেমিং হার্ডওয়্যার তৈরিতে বেশ সুপরিচিত। বেশ কিছুদিন ব্যস্ত থাকার পর রেজার তাদের কিছু রিসোর্স ব্যয় করে এজ ট্যাবলেটের মতো ডেডিকেটেড গেমিং হার্ডওয়্যার তৈরি করেছে। সম্প্রতি তারা নতুন সংস্করণ ‘ব্লেড ল্যাপটপ’-এর ঘোষণা দিয়েছে। তাদের মতে, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাতলা গেমিং আলট্রা বুক। এর পুরুত্ব মাত্র শূন্য দশমিক ৬৬ ইঞ্চি (১৭ মিলিমিটার)। এটি ১৩ দশমিক ৬ ইঞ্চি চওড়া এবং ৯ দশমিক ৩ ইঞ্চি উঁচু। ওজন মাত্র ৪ দশমিক ১ পাউন্ড (১ দশমিক ৯ কিলোগ্রাম)।
নতুন এই গেমিং আলট্রা বুকে আছে ১৬০০ বাই ৯০০ রেজল্যুশনের ১৪ ইঞ্চি এলইডি পর্দা, ২ গিগাবাইট জিডিডিআর ৫ এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৬৫এম গ্রাফিক্স কার্ড। আরও আছে ৮ গিগাবাইট র‌্যাম, চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর এবং ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট ও ৫১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ অপশন। এ ছাড়া আছে তিনটি উন্নত ইউএসবি ৩ দশমিক শূন্য পোর্ট, বিল্ট-ইন ওয়্যারলেস, একটি ৭০ ডব্লিউএইচ রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং একটি ১৫০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর। এতে উইন্ডোজ ৮ ইনস্টল করা অবস্থায় পাওয়া যাবে। এর মূল্য ধরা হয়েছে এক হাজার ৮০০ মার্কিন ডলার।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ