/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আইওয়াচের পেটেন্ট চেয়েছে অ্যাপল

জাপানে ‘আইওয়াচ’ নামটির ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।এ ছাড়া মেক্সিকো এবং তাইওয়ানেও আইওয়াচের জন্য পেটেন্ট আবেদন করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, শিগগিরই পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেব স্মার্টওয়াচ বা প্রযুক্তি ঘড়ি বাজারে আনবে অ্যাপল। ১ জুলাই সোমবার অ্যাপল আইওয়াচের ট্রেডমার্কের এ তথ্য প্রকাশ করেছে জাপানের পেটেন্ট অফিসের এক কর্মকর্তা। এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের পেটেন্ট অফিসের কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের ৩ জুন আইওয়াচ ট্রেডমার্কের জন্য আবেদন জমা দিয়েছিল অ্যাপল। এ আবেদনে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও স্মার্টওয়াচ সম্পর্কিত নানা তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ আবেদন প্রক্রিয়া শেষে ট্রেডমার্ক পেতে কতো সময় লাগবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
অবশ্য অ্যাপলের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। অবশ্য সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অ্যাপল পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে কাজ করছে বলে জানিয়েছিলেন।
দীর্ঘদিনের গুজব, ‘আইওয়াচ’ নামে একটি হাতঘড়ি তৈরি করছে অ্যাপল। বিভিন্ন দেশে পেটেন্ট আবেদন করায় সে গুজবটির সত্যতা মিলেছে। এর আগে ফেব্রুয়ারি মাসে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এ যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে হাতঘড়ির পেটেন্টের জন্য আবেদন করেছে অ্যাপল। পেটেন্ট আদালতে অ্যাপল যে নথি জমা দিয়েছে সে অনুযায়ী, অ্যাপলের তৈরি এ হাতঘড়িতে থাকবে নমনীয় টাচস্ক্রিন ডিসপ্লে, যা স্মার্টফোনসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের সঙ্গে সংযোগ তৈরি করবে।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা এ ধরনের পরিধেয় প্রযুক্তিপণ্যের ভবিষ্যত্ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন।
এবিআই রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, ২০১৮ সাল নাগাদ প্রায় ৫০ কোটি পরিধেয় প্রযুক্তিপণ্য বিক্রি হবে। আর পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য চিপ তৈরিতে আগ্রহ দেখিয়েছে ইনটেল।
অ্যাপল পণ্যের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, অ্যাপলের পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলো হাতঘড়ি তৈরি করতে প্রস্তুত। চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাত্ জুলাই থেকে অক্টোবর মাস নাগাদ ‘আইওয়াচ’ নামের বিশেষ এ হাতঘড়ি বাজারে আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।




No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ