ভিডিও গেম কোম্পানি ইউবি সফট থেকে গ্রাহকদের ইমেইল তথ্য ফাঁস হয়ে গেছে। তারা গ্রাহকদের গোপন নাম্বার পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। ইউবি সমাদৃত গেম আসাসিন ক্রিড এর নির্মাতা।
গত মঙ্গলবার হ্যাকারদের দ্বারা ব্যবহারকারীদের আকাউন্টের নাম, গোপন নাম্বার, ইউবির কিছু তথ্য ফাঁস হয়ে যায়। বুধবার এ খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
ইউবি সফট জানায়, সম্প্রতি তাদের একটি অংশ হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়। এর ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে যায়। কিন্তু তাদের সার্ভারে অ্যাকাউন্ট করতে কোন পয়সা বা কার্ড নাম্বার লাগে না তাই এমন কোন তথ্য ফাঁস হয়নি। শুধুমাত্র ব্যবহারকারীদের নাম ও গোপন নাম্বার চুরি হয়েছে।
এবারই প্রথম নয় এর আগে ২০১০ সালে একবার হ্যাক হয় এই কোম্পানির অ্যাকাউন্ট। তারপর তারা নিজেদের সিস্টেম পরিবর্তন না করে আগের মতই ব্যবহার করতে শুরু করে। গ্রাহকরা দাবি করছে অনলাইনে গেম খেলার এই সেন্টার তাদের নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তন করা হয়নি।
বর্তমান হ্যাকিং এর ঘটনাটি তদন্ত করছে ও তাদের সার্ভার পুনরুদ্ধারের কাজ চলছে। এই ঘটনার পর ইউবি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার চেষ্টা করছে।
No comments:
Post a Comment