বাংলাদেশে সার্ভার বসাবে ব্লাকবেরি। দীর্ঘ প্রতিক্ষার পর ব্লাকবেরি বাংলাদেশে সার্ভার বসাতে রাজি হল। এর ফলে আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলি বেশি তথ্য সংগ্রহ করতে পারবে।
ব্লাকবেরি তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করেছে। প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। এই কাজ শেষ করতে ৬ মাসের মত লাগবে।
বিটিআরসি ব্লাকবেরির সকল সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিলে ব্লাকবেরি সার্ভার বসাতে রাজি হয়। বাংলাদেশে ব্লাকবেরির গ্রাহক ৬২০০ জনের কাছাকাছি। সরকারি কার্যালয়, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এবং মার্কিন, কানাডিয়ান এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তারা এই গ্রাহক হিসেবে আছেন।
বর্তমানে গ্রামীনফোন ২০০৮ থেকে ও এয়ারটেল ২০১১ থেকে ব্লাকবেরি সুবিধা দিয়ে আসছে। গ্রামীনফোনের ৪,৬৬৮ জন এবং এয়ারটেলের ১,৬৬১ জন ব্লাকবেরি গ্রাহক আছে। বাংলাদেশে ১০০ মিলিয়ন মোবাইল গ্রাহক আছে।
No comments:
Post a Comment