বিশ্বের জনপ্রিয় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বুধবার থেকে নতুন ইমো যুক্ত করা হয়েছে। চ্যাটিং অপশনে ব্যবহারিত হচ্ছে নতুন নতুন সব ইমো। এ ইমো অপশনে নতুন ৩টি বিষয় যুক্ত হয়েছে। ‘মিপ’ নামের অপশনটিতে রয়েছে বিভিন্ন ধরণের অভিব্যক্তি। ‘ডিসপিক্যাবল মি টু’ নামে অপশনটিতে রয়েছে বিভিন্ন কার্টুনের অভিভ্যক্তি। পুশেন নামের অপর অপশনটিতে একটি কাটুর্ন বিড়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন অভিব্যক্তি।
ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে ইমো বা ইমোজি ব্যবহার বেশ জনপ্রিয়। আর নতুন যুক্ত হওয়া এই ইমোগুলো এখন ফেসবুক ব্যবহারকারীদের কাছে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ফেসবুক নতুন নতুন ফিচার যুক্ত করছে, এরই ধারাবাহিকতায় নতুন ইমোটিকনগুলো যুক্ত হল চ্যাট অপশনে।
এই ইমো’গুলোর মূল আবিস্কারক কিন্তু জাপানিরা। ‘ডোকোমো আই-মুড’ জাপানিজ মোবাইল ফোন কোম্পানি প্রথম এই ইমোজির ব্যবহার শুরু করে । তারা ব্যবহারকারীদের টেক্সট মেসেজ এ ইমোশন হিসেবে ইমোজি ব্যবহার করার সুযোগ দেয় ।
No comments:
Post a Comment