/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ট্যাং নিয়ে এলো গেইমস ‘ফ্রুট ব্যান্ডিট’


পাউডারড বেভারেজ ট্যাং বাংলাদেশে প্রথমবারের মত নিয়ে এসেছে গেমইস ‘ফ্রুট ব্যান্ডিট’। ‘টুইন কনসেপ্ট’ মাথায় রেখে সাজানো এই গেইমে মজাদার লেভেল আছে যা সবধরণের গুগল অ্যান্ড্রয়েড ও অ্যাপেল আই.ও.এস ডিভাইসে খেলা যাবে।
গেইমসটিকে চ্যালেঞ্জিং, এক্সসাইটিং এবং অসাধারণ গ্রাফিক্সের মাধ্যমে গেইমারদের মজা দিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীতে ট্যাং এর পক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ টুইন ক্যাম্পেইন লঞ্চ করে। অনুষ্ঠানে ওগিলভি ও ম্যাটারের সহযোগী পরিচালক (হিসাব) বলেন, “এ গেইমটির মাধ্যমে ডিজিটাল লাইফ স্টাইলকে আরও বেগবান করবে ।”
এই গেইমে দুই যমজ ভাই টন্টি ও মন্টিকে কেন্দ্র করে সাজানো হয়েছে। জঙ্গলে ঘোরার সময় একদল বানর মন্টিকে কিডনাপ করে আর টন্টিকে নামতে হয় উদ্ধার অভিযানে। আর সেই অভিযানে টন্টিকে তার একমাত্র গুলতিটি সাথে নিয়ে দুষ্টু বানর, জিরাফ, গরিলা আর মৌমাছির চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হয়। সীমিত সংখ্যক পাথর, ধেয়ে আসা ফল এবং একটি ফাঁকা গ্লাসকে ফলের জুসে পূর্ণ করে দিয়ে এসব কিছুর সাথে টন্টিকে সবসময় পাওয়ার আপের জন্য চোখ-কান খোলা রাখতে হয়।
এছাড়া সংবাদ সম্মেলনে ট্যাং এর উদ্যোগে দেশীয় ফলকে সবার কাছে পরিচিত করে তোলার জন্য বাংলাদেশে প্রথমবারের মত তৈরি হয় ‘বাংলাদেশের ফল পরিচিতি’। এটি একটি ওয়েবসাইট যার মাধ্যমে বিভিন্ন ফল ও এর গুণাগুণ সম্পর্কে ধারণা দিতে সক্ষম। খুব সহজেই যে কেউ www.fruitsofbangladesh.com এ সাইটে এর বিভিন্ন ফিচার দেখতে পারবে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ