কম্পিউটার মাউসের উদ্ভাবক ডুগ এঙ্গেলবার্ট মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে ৮৮ বছর বয়সে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রযুক্তিবিদ।
গত শতকের ৬০ এর দশকে মাউস আবিস্কার করেন বিখ্যাত এই প্রযুক্তিবিদ। তিনি প্রথমে কম্পিউটার মাউস হিসেবে কাঠের তৈরি দুই চাকার যন্ত্রের পরিবর্তন ঘটান। পরবর্তিতে তার দেখানো পথেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আজকের বহুল ব্যবহৃত মাউস। তার মেয়ে ক্রিস্টিনা জানান, তার বাবা বার্ধক্যজনিত কারণে ঘুমের মধ্যেই মারা গেছেন।
ব্যাক্তিগত জীবনে ডুগ এঙ্গেলবার্ট ক্যালিফোর্নিয়া রাজ্যের এক গবেষণা প্রতিষ্ঠানে ইমেইল, ওয়ার্ড প্রসেসিং ও ভিডিও টেলিকনফারেন্স নিয়েও কাজ করতেন।
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহরে ১৯২৫ সালের ৩০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ডুগ এঙ্গেলবার্ট।
No comments:
Post a Comment